সিঙ্গাপুরে করোনায় নতুন ৪৭ জন আক্রান্ত, ২ জনের মৃত্যু। আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশংকা।

সিঙ্গাপুর সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক কোভিড-১৯ এ আক্রান্ত ২ জনের মৃত্যুর খবরসহ নতুন আরও ৪৭ জন


আক্রান্ত হয়ে মোট ৪৩৩ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমওএইচ বলেছে যে, আক্রান্ত  ৩৯ জনের অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা,এবং এশিয়ার অন্যান্য অঞ্চলে ভ্রমণের রেকর্ড রয়েছে, যেখানে ৩৩ জন লংটাইম ভিজিট ও ৬ জনের শর্ট টাইম ভিজিট ভিসা ছিল। এমওএইচ আরও বলেছে যে,  কোভিড-১৯ এ আক্রান্ত  আরও ৯জন হাসপাতাল থেকে অব্যাহতি পেয়েছেন যেখানে এই মিলিয়ে মোট ১৪০ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এখনো ২৯৯ জন হাসপাতালে চিকিৎসাধীন

রয়েছেন এবং ১৪ জনের অবস্থা আশংকাজনক যাদের সবাইকেই আইসিইউতে জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আজ দুপুরে স্বাস্থ্য সংস্থা জানায় যে, ৭৫৪৪ জনকে ইতিমধ্যে তদন্ত করে জানা গেছে যে তারা আক্রান্তদের ঘনিষ্ঠ যোগাযোগে আবা তাদ্রর সংস্পর্শে গিয়েছিলেন। তবে তাদের সবাইকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তথ্যসূত্রঃ- বার্নামা

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.