ভয়াবহ পরিস্থিতিতে মালয়েশিয়া, একদিনে ৬ জনের মৃত্যু, নতুন আরও ১৫৩ আক্রান্ত হয়ে মোট ১১৮৩ তে পৌঁছেছে।

মালয়েশিয়ায় আজ আরও ১৫৩ জনের আক্রান্তের খবর প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

যা এই  সংখ্যা মিলিয়ে মোট ১১৮৩ তে এসে দাড়িয়েছে। মালয়েশিয়াতে এই মহামারী পরিস্থিতি দিন দিন প্রকট আকারে ধারণ করেছে। বেশিরভাগ আক্রান্ত হয়েছে তাবলীগ ইজতেমা থেকে যা গতআসের শেষের দিকে সেরি পেতালিং মসজিদে অনুষ্ঠিত হয়েছিল। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০৩০ থাকলেও তা আজ বেড়ে ১১৮৩ তে এসেছে যা গভীর উদ্বেগ ও ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে মালয়েশিয়ার স্বাস্থ্য মহাপরিচালক

 দাতু নুর হিশাম আব্দুল্লাহ আজ তার ফেসবুক পোস্টে নতুন আরও ৬ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছেন যার মধ্যে ২ জন উল্লেখিত তাবলীগ ইজতেমায় অংশগ্রহণ করার পর আক্রান্ত হয়েছিলেন।  এর মধ্যে একজন গতমাসে ভিয়েতনামে তাবলীগে গিয়ে দেশের ফিরে এসে এই ভাইরাসে আক্রান্ত হন। গত ১৮ই মার্চ তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ তিনি মারা গেছেন। উল্লেখ্য এর আগে জোহর এবং সাবাহ রাজ্যে ২ জন আক্রান্তের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যে, তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারীদের যারা এখনো স্ব ইচ্ছায় নিজেদের পরীক্ষা করেনি তাদেরকে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। ইতিমধ্যে মালয়েশিয়ার পুলিশ তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারীদের তথ্য সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.