মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী তুন মাহাথিরের করোনা টেস্ট, অতঃপর কোয়ারেনটাইন। বিস্তারিত.....
মালয়েশিয়ার উন্নয়নের রুপকার প্রাক্তন প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির স্ব ইচ্ছায় কোয়ারেন্টাইনে গিয়েছেন বা আগামী ১৪ দিনের জন্য নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নিয়েছেন।
সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত এক সংসদ সদস্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বা পারস্পরিক আলাপ আলোচনার কারণে ঐ এমপি'র কাছ থেকে এই প্রানঘাতী ভাইরাসটি যদি তুন মাহাথিরের শরীরে সংক্রমণ ঘটিয়ে থাকে এই সন্দেহে তিনি নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিয়েছেন যাতে তাঁর সংস্পর্শে অন্যান্য কেউ আক্রান্ত না হয়। তুন
মাহাথিরের ঘনিষ্ঠ মুখপাত্র জানিয়েছেন যে, গত বুধবার তিনি করোনা ভাইরাসের টেস্ট করিয়েছেন যার ফলাফল নেগেটিভ হয়েছে অর্থাৎ তার শরীরে করোনা ভাইরাসের কোন সংক্রমণ নেই। কানাডার প্রধানমন্ত্রীও ঠিক একই কাজটি করে পুরো বিশ্বে আলোচনার ঝড় তুলেছেন।
৯৫ বছরের এই প্রাক্তন প্রধানমন্ত্রী বান্দার কুচিং এর এমপি উই লি উয়েন এর সাথে একটি ছবি তুলেছিলেন যিনি এখন করোনায় আক্রান্ত হয়ে সারাওয়াক জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ডাঃ উই লি বলেছেন যে তিনি মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে করোনভাইরাসের টেস্ট করিয়েছিলেন যেখানে ফলাফল হিসেবে তিনি আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হন। উল্লেখ এই উই লি গত ২ মার্চে আক্রান্ত হওয়া সারিকাইর সাংসদ এন্ড্রু ওয়াং লি বিউয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে আক্রান্ত হয়েছিলেন।
এদিকে তুন মাহাথির মালয়েশিয়ার টিভি তিগার একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার অনুষ্ঠানে ভিডিও লাইভে তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি করোনা ভাইরাস আক্রান্ত হওয়া নিয়ে শংকায় ছিলাম, নিজ উদ্যোগে হেলথ স্ক্রিনিং টেস্ট ও করিয়েছি যেখানে
ফলাফল নেগেটিভ এসেছে। তবে আমি স্ব-প্রনোদিত হয়েই এখন কোয়ারেন্টাইনে আছি। দেশের বর্তমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার যেন সবাই মেনে চলে ঘরে অবস্থান করে তাহলে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে অনেকটা রেহাই পাও যাবে বলে তিনি জানান।
সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত এক সংসদ সদস্যের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বা পারস্পরিক আলাপ আলোচনার কারণে ঐ এমপি'র কাছ থেকে এই প্রানঘাতী ভাইরাসটি যদি তুন মাহাথিরের শরীরে সংক্রমণ ঘটিয়ে থাকে এই সন্দেহে তিনি নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিয়েছেন যাতে তাঁর সংস্পর্শে অন্যান্য কেউ আক্রান্ত না হয়। তুন
মাহাথিরের ঘনিষ্ঠ মুখপাত্র জানিয়েছেন যে, গত বুধবার তিনি করোনা ভাইরাসের টেস্ট করিয়েছেন যার ফলাফল নেগেটিভ হয়েছে অর্থাৎ তার শরীরে করোনা ভাইরাসের কোন সংক্রমণ নেই। কানাডার প্রধানমন্ত্রীও ঠিক একই কাজটি করে পুরো বিশ্বে আলোচনার ঝড় তুলেছেন।
৯৫ বছরের এই প্রাক্তন প্রধানমন্ত্রী বান্দার কুচিং এর এমপি উই লি উয়েন এর সাথে একটি ছবি তুলেছিলেন যিনি এখন করোনায় আক্রান্ত হয়ে সারাওয়াক জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। ডাঃ উই লি বলেছেন যে তিনি মঙ্গলবার একটি ফেসবুক পোস্টে করোনভাইরাসের টেস্ট করিয়েছিলেন যেখানে ফলাফল হিসেবে তিনি আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হন। উল্লেখ এই উই লি গত ২ মার্চে আক্রান্ত হওয়া সারিকাইর সাংসদ এন্ড্রু ওয়াং লি বিউয়ের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে আক্রান্ত হয়েছিলেন।
এদিকে তুন মাহাথির মালয়েশিয়ার টিভি তিগার একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার অনুষ্ঠানে ভিডিও লাইভে তিনি এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমি করোনা ভাইরাস আক্রান্ত হওয়া নিয়ে শংকায় ছিলাম, নিজ উদ্যোগে হেলথ স্ক্রিনিং টেস্ট ও করিয়েছি যেখানে
ফলাফল নেগেটিভ এসেছে। তবে আমি স্ব-প্রনোদিত হয়েই এখন কোয়ারেন্টাইনে আছি। দেশের বর্তমান মুভমেন্ট কন্ট্রোল অর্ডার যেন সবাই মেনে চলে ঘরে অবস্থান করে তাহলে এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা থেকে অনেকটা রেহাই পাও যাবে বলে তিনি জানান।
No comments