করোনা মোকাবিলায় অর্থনৈতিক দুশ্চিন্তায় অবশেষে জার্মান মন্ত্রীর আত্মহত্যা

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভোলকার বাউফিয়ার রোববার


 বলেছেন, জার্মানির হেসি রাজ্যের অর্থমন্ত্রী টমাস শ্যাফার কীভাবে করোনাভাইরাস থেকে অর্থনৈতিক পরিণতি মোকাবেলা করতে পারবেন তা নিয়ে "গভীর চিন্তিত" হয়ে আত্মহত্যা করেছেন।

জার্মানির রাষ্ট্রপতি ভোল্কার বাউফিয়ার আজ বলেছেন জার্মানির হেসি রাজ্যের অর্থমন্ত্রী টমাস শ্যাফা  করোনা ভাইরাস ভাইরাস মোকাবিলা নিয়ে গভীর চিন্তায় ও উদ্বেগের কারনে আত্মহত্যা করেছেন।

 গতকাল শনিবার শ্যাফা (৫৫) রেলপথের কাছে মৃত অবস্থায় পড়েছিলেন।  উইসবাডেন প্রসিকিউশন অফিস জানিয়েছে যে তারা নিশ্চিত যে তিনি আত্মহত্যা করে মারা গেছেন।
রাষ্ট্রপতি বলেন, আমরা এখনো বিশ্বাস করতে পারছিনা যে তিনি এভাবে চলে যেতে পারেন, সত্যিই আমরা হতবাক, আমরা খুবই মর্মাহত।
হেসিতে জার্মানির অন্যতম ব্যাংকগুলোর সদর দপ্তর যেমন ডয়ে ব্যাংক, কমার্জব্যাংক এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সেখানে অবস্থিত।

পড়ে দেখুন এই নিউজটি

কয়েক লক্ষ শ্রমিকের জীবন ঝুঁকিতে, একই রুমে গাদাগাদি অবস্থা, করোনার ঝুঁকি নিয়ে কাজে যেতে বাধ্য করছে অনেক কোম্পানি।

হেসির অর্থনৈতিক দায়িত্বে থাকা টমাস শ্যাফা গত ১০ বছর ধরে সকল আর্থিক কার্যক্রম সফলভাবে মোকাবেলা করে এসেছিলেন। বিভিন্ন ব্যাংকের বড় বড় ঋন গ্রহিতা এবং বিভিন্ন সেক্টরে কর্মরত বিভিন্ন শ্রমিকের মৃত্যুর কারণে তিনি গভীর চিন্তায় পড়েন জানিয়েছেন বাউফিয়ার বিশ্বস্ত সহযোগী।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.