ভয়ানক পরিস্থিতিতে মালয়েশিয়া, আজ নতুন আরও ১২৫ জন আক্রান্ত হয়েছে। আসছে বিশেষ সিদ্ধান্ত!!

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ আবারও নতুন আরও ১২৫ জন করোনা ভাইরাস আক্রান্তের খবর নিশ্চিত করেছে যার মধ্যে ৯৫ জন বড় জমায়েতটির সাথে সম্পর্কযুক্ত।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রী আধাম বাবা আজ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, আক্রান্তদের মধ্যে ৯৫ জন শ্রী পেতালিং মসজিদে তাবলীগ ইজতেমায় অংশগ্রহণ করেছিলো যা গত ২৭ শে ফেব্রুয়ারী থেকে ২ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে বর্তমানে ১২ জনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে তাদের শ্বাস প্রশ্বাসের কার্যক্রম সচল রাখার ব্যবস্থা করা হয়েছে। নতুন আক্রান্তের সংখ্যা সহ মালয়েশিয়ায় মোট

আক্রান্তের সংখ্যা ৫৫৩ তে এসে পৌঁছেছে যার মধ্যে ৪২ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি গেছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রী।

দেশব্যাপি এই তীব্র ছড়িয়ে যাওয়া এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমুলক কার্যক্রম খুব দেরিতেই নিয়েছে সরকার। এর মধ্যে সুংগাই বুলোহ হাসপাতালে কোভিড-১৯ এর জন্য সকল ধরনের ব্যবস্থার প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য বিশেষ বেডের ব্যবস্থা করাসহ যত রকমের পরীক্ষা নিরীক্ষা ও পরীক্ষার কাজে ব্যবহৃত সকল সরঞ্জামের ব্যবস্থা পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন


আজ মন্ত্রীপরিষদের জরুরী সভা, মসজিদ বন্ধের বিষয়ে ইসলামীক সিদ্ধান্ত নিবেন মালয়েশিয়ার রাজা ইয়াং ডি পারতুয়ান আগং।

তিনি আরও বলেন এই মহামারী পরিস্থিতি সামাল দেয়ার জন্য দেশব্যাপী কোয়ারেন্টাইন কেন্দ্রগুলোও গেজেটভুক্ত করা হয়েছে এবং মন্ত্রণালয় ও এনজিওর পাশাপাশি সকল বেসরকারি প্রতিষ্ঠানকেও এই কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট ভুমিকা রাখার আহ্বান জানান তিনি। মন্ত্রী তাবলীগ জামাতের

অন্যতম নেতা মনসুর ইসমাইলকেও ধন্যবাদ জানান সকল তাবলীগ ইজতেমায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানানোর জন্য।
গতকাল টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্য পরিচালক ও তাবলীগের নেতগন এসব বিষয়ে কথা বলেন এবং প্রায় ৭ হাজার জনেরও বেশি তাবলীগের সদস্য ইতিমধ্যে মেডিক্যাল চেক আপের আওতায় এসেছেন বলে আজ জানানো হয়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.