উজবেকিস্তানে আটকে পড়া ২১২ জন মালয়েশিয়ানকে বিনা খরচে ফেরত পাঠিয়েছে উজবেক সরকার।

উজবেকিস্তানের তাশখন্দে আটকে পড়া মোট ২১২ মালয়েশিয়ানকে গতকাল রাতে ফিরিয়ে আনা হয়েছে।

উজবেকিস্তানের তাশখন্ডে থাকা ২১২ জন মালয়েশিয়ানকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট গতকাল রাত ৯টায় কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছিল। মালয়েশিয়ার  উপ-পররাষ্ট্রমন্ত্রী দাতুক কামারুদিন জাফফর বলেছেন, উজবেকিস্তান এয়ারওয়েজের মাধ্যমে তাদের সবাইকে ফেরত আনা হয়েছে যার সমস্ত উজবেকিস্তানের সরকার বহন করেছে।  তিনি আজ এক বিবৃতিতে

 বলেছিলেন, "মালয়েশিয়ার সরকার আটকা পড়া মালয়েশিয়ানদের ফিরিয়ে আনতে যে উদ্যোগ ও সহায়তা প্রদান করেছে তাতে উজবেকিস্তান সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা, ভালবাসা ও শ্রদ্ধা জানাতে চাই। একই বিমানটি কুয়ালালামপুরে উজবেকিস্তান দূতাবাসের তত্ত্বাবধানে রাত সাড়ে এগারটার দিকে প্রায় 200 জন উজবেকিস্তানের নাগরিকদের মালয়েশিয়া থেকে ফিরিয়ে নিয়ে যায়।

কামারুদ্দিন বলেন বিদেশের বিভিন্ন দেশে আটকে পড়া সকল মালয়েশিয়ানকে খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সকল ধরনের জরুরি পদক্ষেপ গ্রহন করা হবে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.