ব্রেকি নিউজঃ মালয়েশিয়ার পার্লিস রাজ্যে জুমার নামাজ স্থগিত, ঘরে বসে জোহর আদায় করার নির্দেশ।

মালয়েশিয়া পার্লিস রাজ্যের রাজা তুয়াংকু সৈয়দ সিরাজউদ্দিনের ছেলে জামালুল্লাহিল বলেছেন,

পুরো রাজ্যে জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ যার যার ঘরে অবস্থান করে আদায় করার জন্য বলা হয়েছে। করোনা ভাইরাস যেন প্রকট আকারে বিস্তার লাভ ন করতে পারে সেই লক্ষ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পারলিস রাজা তুয়াংকু সৈয়দ সিরাজউদ্দিনের ছেলে জামালুল্লাহিক এই সিদ্ধান্ত প্রদান করেন৷

আরও পড়ুন 
সিঙ্গাপুরে ৭০ টি মসজিদ সাময়িক বন্ধ এবং মালয়েশিয়ায় জুমার নামাজ সংক্ষিপ্ত করার আদেশ।   

গত কয়েকদিনের ভিতরে মালয়েশিয়ায় কিছু ধর্মীয় অনুষ্ঠানে লোকজন জমায়েত হয়ে একজন আরেকজনের সংস্পর্শে আসার পর করোনা ভাইরাসের সংক্রমণের খবর ছড়িয়ে পড়ে পুরো মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেই দারুসসালামে।
এদিকে জুমার নামাজ বন্ধ হবে কিনা বা মসজিদ গুলো

ক্লিনিং করে জীবানূমুক্ত করার কি ব্যবস্থা গ্রহন করা হবে সেই বিষয়ে মালয়েশিয়ার সরকারি মন্ত্রণালয় গুলোতে দফায় দফায় মিটিং ও সাংবাদিক সম্মেলন করা হয়েছে। এদিকে সিঙ্গাপুরে আগামী ৫ দিনের জন্য সকল মসজিদ সাময়িক বন্ধ করে পরিস্কার পরিচ্ছন্ন ও জীবানু মুক্ত করার আদেশ দেয়া হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.