আজহারীর আগামী রবিবারের ২টি মাহফিল স্থগিত ও সব ধরনের ইসলামীক অনুষ্ঠান বন্ধ ঘোষণা।

আগামী রবিবার ১৫ই মার্চ এ সাম্প্রতিক কালের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আল আজহারী ২ টি মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

একটি হল মালয়েশিয়ার সেলাংগর রাজ্যের পেতালিং জায়ার সুলতান আব্দুল আজিজ জামে মসজিদে ও অন্যটি হচ্ছে মালয়েশিয়ার কাজাং এলাকার বুকিত আংকাত জামে মসজিদে। কিন্তু

আরও পড়ুন
জুমার নামাজ স্থগিত করা হবে তখনই, যখন অনিয়ন্ত্রিতভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়বে। বিস্তারিত
মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই মাহফিল ২টি আপাতত হচ্ছেনা। মালয়েশিয়ায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে দেশটির সকল মন্ত্রণালয় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। সরকার যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে। কিন্তু মালয়েশিয়ায় হু হু করে বেড়েই চলেছে করোনা ভাইরাস।

এদিকে গতকাল সাবাহ রাজ্যের তাওয়াউ এলাকায় তাবলিগ শিবিরে ১৭৩ জনের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পুরো মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ে।  সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে খতিয়ে দেকেছে। তাবলিগে অংশগ্রহণ করা ১৭৩ জন অন্যান্যদের সংস্পর্শে যাওয়ার কারণেই তারা আক্রান্ত হয়েছে বলে জানানো হয়। পরে তাদেরকে সবার নিজ নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইন বা সবার কাছ থেকে আলাদাভাবে রেখে চিকিৎসা ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

করোনা ভাইরাস এর সংক্রমণ ঠেকাতে মন্ত্রণালয় থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ ও দিক নির্দেশনা দেয়া হয়েছে। মালয়েশিয়ায় সকল ধরনের ধর্মীয় অনুষ্ঠান যেগুলোতে গন জমায়েত হয়ে থাকে ও লোক সমাগম হয় যেমন তাবলিগ, ওয়াজ মাহফিল, ইসলামিক সভা, সেমিনার এ জাতীয় সকল কিছু বন্ধ ঘোষণা করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.