সিঙ্গাপুরে গত ১ দিনেই ৪৪৭ জন আক্রান্ত, নতুন আক্রান্ত ৪০৪ জনই অভিবাসী কর্মী।

অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ বুধবার (১৫ ই এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে আজ সর্বোচ্চ রেকর্ডসংখ্যক ৪৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৬৯৯ জনে পৌঁছেছে।

তবে আজকের নতুন আক্রান্তদের মধ্যে ৪০৪ জনই বিদেশী শ্রমিকদের থাকার হোস্টেল বা ডরমিটরির সাথে সংযোগ রয়েছে। অভিবাসী শ্রমিকদেরদের সর্বোচ্চ আক্রান্ত হওয়ার কারণ হিসেবে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন মত দেয়া হয়েছে। তবে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে ঘনবসতি পূর্ন হোস্টেলগুলো থেকে সরিয়ে অন্যান্য জায়গায় নেয়া হচ্ছে।

এদিকে আজ সিঙ্গাপুরে ৪১ জন সুস্থ হওয়ার খবর প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় যার ফলে কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে  মোট এই পর্যন্ত ৬৫২ জন সুস্থ হয়েছেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.