করোনা আপডেটঃ মালয়েশিয়াতে আজকেও সুস্থ হওয়ার চমক, ২০১ জন নতুন করে সুস্থ এবং আক্রান্ত ৬৯ জন।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য মহাপরিচালক দাতু নুর হিশাম আব্দুল্লাহ যথেষ্ট চেষ্টা আর সর্বোচ্চ পরিশ্রম করে করোনা ভাইরাস নামক যুদ্ধ জয় করতে। প্রতিদিন একের পর এক আপডেট নিয়ে হাজির হচ্ছেন সবার সামনে জানাচ্ছেন নির্ভরযোগ্য সকল তথ্য। কেমেনতেরিয়ান


 কেসিহাতান মালয়েশিয়ার মহাপরিচালক হিসেবে সর্বোচ্চ চ্যালেঞ্জ হাতে নিয়েছেন তিনি। বলা চলে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

অন্যান্য দিনের মত আজও (১৭ই এপ্রিল) যথাসময়ে সরাসরি সংবাদ সম্মেলনে নিয়ে এসেছেন আজকের আপডেট। নুর হিশামের তথ্য অনুযায়ী আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৯ জন যার ফলে মালয়েশিয়াতে মোট আক্রান্তের সংখ্যা ৫২৫১ জনে পৌঁছেছে। তবে সবচেয়ে আশার খবর হচ্ছে আজও মালয়েশিয়াতে ২০১ জন সুস্থ হয়েছেন যার ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা ২৯৬৭ জনে এসেছে। তবে বর্তমানে ২১৯৮ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মালয়েশিয়াতে গত ২ সপ্তাহ সপ্তাহ ধরে মৃত্যুর হার কমে গেছে, গতকাল ১ জন মৃত্যু হলেও আজ ২ জন মৃত্যুবরন করার ফলে মোট মৃতের সংখ্যা ৮৬ তে এসেছে। মালয়েশিয়াতে অভূতপূর্ব চিকিৎসা সেবার ফলে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে দিনের পর দিন, সঠিক চিকিৎসা সেবার ফলে কমে মৃত্যুর হার।  বর্তমানে আক্রান্ত রোগীর হার ও চোখে পড়ার মত কমেছে। সব কিছু মিলিয়ে ভালো একটা পর্যায়ে যাচ্ছে মালয়েশিয়া।

আরও টপ নিউজ পড়ুন
👇
"সারা মালয়েশিয়া জুড়ে সবাইকে গনহারে করোনা টেস্ট করার ঘোষণা" স্বাস্থ্য মহাপরিচালক ডাঃ নুর হিশাম
👇
সুখবর দিলেন ডাঃ নুর হিশাম, "মালয়েশিয়াতে বিদেশী কর্মীদের কোন গ্রুপ বা নতুন ক্লাস্টার শনাক্ত হয়নি"
👇
করোনা নিয়ন্ত্রণে সারা বিশ্বে মালয়েশিয়ার জয়জয়কার, স্বাস্থ্য মহাপরিচালকের ভূয়সী প্রশংসা, বিশ্বের ৩ জন সফলের একজন৷ বিস্তারিত।
   

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.