মালয়েশিয়াতে করোনায় নতুন আক্রান্ত অনেক কমে গেছে, আজও ১৩৫ জন সুস্থ, মোট ৩০১২ জন সুস্থ।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য মহাপরিচালক দাতু নুর হিশাম আব্দুল্লাহ যথেষ্ট চেষ্টা আর সর্বোচ্চ পরিশ্রম করে করোনা ভাইরাস নামক যুদ্ধ জয় করতে। প্রতিদিন একের পর এক আপডেট নিয়ে হাজির হচ্ছেন সবার সামনে জানাচ্ছেন নির্ভরযোগ্য সকল তথ্য। কেমেনতেরিয়ান
 কেসিহাতান মালয়েশিয়ার মহাপরিচালক হিসেবে সর্বোচ্চ চ্যালেঞ্জ হাতে নিয়েছেন তিনি। বলা চলে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

অন্যান্য দিনের মত আজও (১৮ই এপ্রিল) যথাসময়ে সরাসরি সংবাদ সম্মেলনে নিয়ে এসেছেন আজকের আপডেট। নুর হিশামের তথ্য অনুযায়ী আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন যার ফলে মালয়েশিয়াতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩০৫ জনে পৌঁছেছে। তবে সবচেয়ে আশার খবর হচ্ছে আজও মালয়েশিয়াতে ১৩৫ জন সুস্থ হয়েছেন যার ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩১০২ জনে এসেছে। তবে বর্তমানে ২১১৫ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে মালয়েশিয়াতে গত ২ সপ্তাহ সপ্তাহ ধরে মৃত্যুর হার কমে গেছে, আজ ২ জন মৃত্যুবরন করার ফলে মোট মৃতের সংখ্যা ৮৮ তে এসেছে। মালয়েশিয়াতে অভূতপূর্ব চিকিৎসা সেবার ফলে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে দিনের পর দিন, সঠিক চিকিৎসা সেবার ফলে কমে মৃত্যুর হার।  বর্তমানে আক্রান্ত রোগীর হার ও চোখে পড়ার মত কমেছে। সব কিছু মিলিয়ে ভালো একটা পর্যায়ে যাচ্ছে মালয়েশিয়া।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.