মালয়েশিয়ায় কোম্পানি পরিবর্তন এর বিষয়ে হাইকমিশনে যোগাযোগের আহ্বান
চলতি মাসেই মালয়েশিয়ার সরকার নিয়োগকর্তা বা কোম্পানি পরিবর্তন করার বিরল সুযোগ দিয়েছে। বিশ্বের অন্যান্য শ্রমবাজার গুলোতে তাকালেই বোঝা যায় এর গুরুত্ব কতখানি। মালয়েশিয়াতে এই দাবিটি ছিল দীর্ঘ দিনের যদিও সরকার এই বিষয়ে সবসময় নিরব ভূমিকা পালন করে আসছে।
চলতি মাসের ১০ তারিখ থেকে বলা যায় অঘোষিত ভাবে এই কার্যক্রমটি শুরু হয়েছে। শুরু হওয়ার ১ সপ্তাহ পরে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনার মান্যবর মোঃ শহিদুল দেখা করার পর বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়। বিষয়টি নিয়ে প্রবাসীদের মাঝে ধূম্রজাল সৃষ্টি হয়। কারণ এত বড় একটি সুযোগের বিষয়ে হাইকমিশন থেকেও স্পষ্ট বিবৃতি দেয়া হয়নি।
আজ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন এর অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মালিক পরিবর্তনের বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে যা নিম্নে তুলে ধরা হল।
মালয়েশিয়া সরকার করোনা ভাইরাস পরিস্থতির কারণে যে সমস্ত কোম্পানি বন্ধ হয়েছে বা কর্মী ছাটাই করতে বাধ্য হয়েছে সে সমস্ত কোম্পানির বিদেশী কর্মীদের একই সেক্টরে নিয়মানুযায়ী কোম্পানি/নিয়োগকর্তা পরিবর্তন করার সুযোগ প্রদান করেছে। এই কর্মী পরিবর্তন প্রক্রিয়া বর্তমান নিয়োগকারী কোম্পানি/নিয়োগকর্তা এবং নিয়োগ দিতে ইচ্ছুক কোম্পানি/নিয়োগকর্তা উভয়ের মধ্যে চুক্তি করে
যৌথভাবে মালয়েশিয়া সরকারের লেবার ডিপার্টমেন্ট (JTKSM) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় (KDN) এর মাধ্যমে সম্পাদন করবে। বাংলাদেশী কর্মী ভাইদের এককভাবে কোম্পানি পরিবর্তনের উদ্যোগ গ্রহণ না করার জন্য পরামর্শ দেওয়া হলো। এক্ষেত্রে ঐ সমস্ত কোম্পানির নামে ভিসাধারী বাংলাদেশি কর্মীগণ হাইকমিশনের সাথে যোগাযোগ করুন।
একই সাথে সে সমস্ত কোম্পানি নিয়মানুযায়ী কর্মীদের নিয়োগ দিতে ইচ্ছুক সেসব কোম্পানির বিষয়েও হাইকমিশনের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
No comments