স্বাস্থ্য বিধি না মানায় মালয়েশিয়াতে ১৭টি কনস্ট্রাকশন প্রজেক্ট বন্ধ, শ্রমিকদের মাথায় হাত।

মালয়েশিয়ার জাতীয় সুরক্ষা কাউন্সিল কর্তৃক প্রদত্ত 
স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলতে না পারার কারণে সারাদেশে অস্থায়ীভাবে ১৭ টি নির্মান প্রকল্প বন্ধ করে দেয়া হয়েছে। গত ২০ এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত বিভিন্ন অভিযানে আইন অমান্য কারীদের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে৷ 

দেশটির শ্রমমন্ত্রী দাতুশ্রী ফাদিল্লাহ ইউসুফ বলেন, এই সমযয়ের মধ্যে মালয়েশিয়ার নির্মাণ শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ (সিআইডিবি) মোট ৭,৬৯৯ টি স্থানে পরিদর্শন করে ১৭ টিতে SOP লঙ্ঘনের আলামত পায়। যেকারণে নির্মান সাইটগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে৷ 

দেশে চলমান পরিস্থিতিতে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি গুলো মেনে চলা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে বিভিন্ন সংস্থাকে দায়িত্ব দেয়া হয়েছে। সরকার নির্ধারিত বিধিমালা ভঙ্গ করলেই ব্যবস্থা নেয়ার বিষয়ে বারবার স্মরণ করিয়ে দিয়েছিল দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। 

স্বাস্থ্য বিধি ও করোনা মোকাবিলায় গৃহিত পদক্ষেপ সমূহের পর্যবেক্ষণ করতে বুকিত বিনতাং সিটি সেন্টার প্রকল্পের পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

 ফাদিল্লাহ এর মতে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশিকা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) অনুসারে কর্ম পরিবেশ সৃষ্টি ও করোনা প্রতিরোধে সকল ব্যবস্থা গ্রহন করার পর রাজ্য সরকারের কাছ থেকে কার্যক্রম পরিচালনার অনুমোদন নিতে হতে হয়। যা নিতে অনেক কোম্পানি ব্যর্থ হচ্ছিলেন। 

1 comment:

Theme images by Dizzo. Powered by Blogger.