মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ, অবৈধদের বিষয়ে আলোচনা।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এর সাথে বাংলাদেশের কুয়ালালামপুর হাইকমিশনার মান্যবর মোঃ শহিদুল ইসলাম। মঙ্গলবার (১৬ই জুন) বিকেলে প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ, অবৈধদের বিষয়ে আলোচনা।

সাক্ষাৎকালীন সময়ে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তারা। আলাপকালে বাংলাদেশের অবৈধ অভিবাসী ইস্যু, রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা কূটনীতিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও অন্যান্য দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষই এরকম পোষণ করেছে। এছাড়াও মালয়েশিয়াতে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াগুলোর বিষয়ে আলোচনা করেছেন তারা। প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্টের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেছেন। এছাড়াও রোহিঙ্গা সমস্যা সমাধানেও বাংলাদেশের সাথে পারস্পরিক সহযোগিতা কামনা করেছেন তিনি। 
 আলোচনা শেষে উভয় একে অপরকে সৌজন্য উপহার প্রদান করেছেন। তবে এই বিষয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর শহিদুল ইসলামের কোন অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.