ব্রেকিংঃ মালয়েশিয়াতে অবৈধদের বৈধতা দেয়ার বিষয়ে এই প্রথম মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। (বিস্তারিত)

মালয়েশিয়াতে বহুল কাঙ্ক্ষিত অবৈধ অভিবাসীদের বৈধ করার বিষয়ে সুর তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অবৈধদের বৈধতা দেয়ার বিষয়টি মাত্র সরকারের বিভিন্ন মহলে ও উচ্চ পর্যায়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এয়াতি বাস্তবায়িত হলে প্রবাসী কর্মীদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী হামজাহ জাইনুদ্দিন বলেছেন
অবৈধ বিদেশী কর্মীরা বৈধভাবে নিয়োগের সুযোগ পেতে পারে যদি ইমিগ্রেশন কারাগারে আটককৃত অভিবাসীদেরকেও নিয়োগকর্তা বা কোম্পানি মালিকগন বৈধ করে নেয়ার পরিকল্পনা করে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পদক্ষেপটি অবৈধ অভিবাসীদের বৈধ করার মাধ্যমে বিভিন্ন কোম্পানিতে নিয়োগের বিষয়টি বিবেচনা করবে। তবে যারা কেবল মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করছেন বা কোথাও কাজ করতে গিয়ে আটক হয়েছে তাদেরকে নিয়োগ দেয়া যেতে পারে কিন্তু যাদের বিরুদ্ধে রেকর্ডভুক্ত মামলা রয়েছে তারা এই সুযোগের আওতায় নিষিদ্ধ থাকবে।

নিয়োগকারীরা বা কোম্পানি মালিকগণ ইমিগ্রেশন কারাগারে বন্দী অবৈধ অভিবাসীদের কর্মদক্ষতা অনুযায়ী তাদের কোম্পানিতে চাকরির সুযোগ দিবেন। মালয়েশিয়ায় বিদেশিদের  বৈধভাবে কাজ করার জন্য  বৈধতা দেয়ার বিষয়টি একমাত্র পথ হতে পারে বলে জানিয়েছেন তিনি।

 মন্ত্রী অবশ্য বলেছিলেন যে এই প্রস্তাবটি বাস্তবায়িত হওয়ার আগেই এই বিষয়গুলি সমাধান করা দরকার কারণ ড্রয়িং বোর্ডে ধারণাটি এখনও ছিল। মন্ত্রী আরও বলেছিলেন যে, এই প্রস্তাবটি বাস্তবায়িত হওয়ার আগেই আমাদের কিছু উল্লেখযোগ্য বিষয় সমাধান করা প্রয়োজন। এটা এখনো আমাদের পরিকল্পনার মধ্যে রয়ে গেছে।

যদি এই পরিকল্পনা টি বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের এটি বাস্তবতার সাথে কিভাবে করা উচিত বা করা যায় কিনা সেজন্য ইমিগ্রেশন বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সাথে আলোচনা করা দরকার। বিদেশি কর্মীদের বৈধতার মাধ্যমে নিয়োগ দেয়ার বিষয়ে অনেক অভিযোগ রয়েছে যাতে তথাকথিত এজেন্ট ও অসাধু লোকজন জড়িত যেকারণে এটি শ্রমিকদের কাছে ব্যয়বহুল হয়ে গিয়েছিল।

যাদের বৈধ ভিসা ছাড়া দেশে বসবাস করছেন তাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। ইমিগ্রেশন বিভাগ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে ১৭,২২৬ জন অবৈধকে অভিবাসীকে গ্রেপ্তার করেছে এবং অবৈধ অভিবাসীদের বেআইনিভাবে নিয়োগ দেয়ার অপরাধে ২৪৩ জন নিয়োগকারী বা কোম্পানি মালিককে গ্রেফতার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশের সুরক্ষা নিশ্চিতকল্পে অবৈধ অভিবাসী মুক্ত করা জরুরি। বৈধভাবে কাজ করার নীতিটি শুধু মালয়েশিয়াতে নয় অন্যান্য দেশগুলোতেও এটি চর্চা করা হয়।  যেমন মালয়েশিয়ার নাগরিকগণ সিঙ্গাপুরে কাজের অনুমতি প্রাপ্ত বৈধ ভিসা নিয়েই কাজ করছেন। আমরা চাই বিদেশিরা যেন এই দেশে অবৈধভাবে অবস্থান না করে।

মালয়েশিয়ার এমপ্লয়ার্স ফেডারেশনের মতে, মালয়েশিয়াতে ২২ লক্ষ বৈধ শ্রমিকের বিপরীতে ৩৩ লক্ষ অবৈধ শ্রমিক থাকতে পারে।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.