এবার সিঙ্গাপুরে করোনা ভাইরাস নিয়ে প্রবেশ এক বাংলাদেশীর। (বিস্তারিত)

জাপান, চীন এর পর এবার সিঙ্গাপুরে করোনা ভাইরাস নিয়ে প্রবেশ করলেন এক বাংলাদেশি। গত ১০ই মে এর পর থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে আসা ঐ ব্যক্তিই প্রথম বাইরের কোন দেশ থেকে ভাইরাস নিয়ে প্রবেশ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। রবিবার (১৪ই জুন) সিঙ্গাপুরে নতিন ৪০৭ জন আক্রান্তের মধ্যে বাংলাদেশী ঐ ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। 
জাপান, চীন এর পর এবার সিঙ্গাপুরে করোনা ভাইরাস নিয়ে প্রবেশ করলেন এক বাংলাদেশি। গত ১০ই মে এর পর থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে আসা ঐ ব্যক্তিই প্রথম বাইরের কোন দেশ থেকে ভাইরাস নিয়ে প্রবেশ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে। রবিবার (১৪ই জুন) সিঙ্গাপুরে নতিন ৪০৭ জন আক্রান্তের মধ্যে বাংলাদেশী ঐ ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়

বুধবার (১০ই জুন) সিঙ্গাপুরে এসেছিলেন ঐ রোগী। ভ্রমন সংক্রান্ত নথি অভিবাসন ছাড়পত্রে তার স্বাস্থ্য ঘোষণায় কোভিড-১৯ এর কোন ধরনের লক্ষন নেই এবং তিনিবেই রোগে সংক্রমিত নন বলে উল্লেখ করা হয়। পরবর্তীতে নিশ্চিত হওয়ার লক্ষ্যে তার কোভিড-১৯ এর টেস্ট করা হলে শনিবার (১৩ই জুন) ফলাফল পজিটিভ আসে। অর্থাৎ ডাক্তারগণ তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ঘোষণা দেয়।

 এমওএইচ বলেছে যে আমদানি করা মামলাটি সিঙ্গাপুরে আসার পরে স্টে-হোম নোটিশে রাখা হয়েছিল, এবং কেবলমাত্র চিকিত্সকের পরামর্শ এবং অনুসরণের জন্য তার নির্ধারিত থাকার জায়গাটি ছেড়ে যেতে পারে।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, বাইরের দেশ থেকে আসা আক্রান্ত ব্যাক্তিটিকে হোম কোয়ারেনটাইনে থাকার নোটিশ দেয়া হয়েছিল এবং পরবর্তীতে তাকে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা সেবার জন্য লোকটির অবস্থানকৃত জায়গাটি ছেড়ে দিতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় যে, ঐ ব্যক্তির সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্য লোকজনকে খুজে বের করে কোয়ারেনটাইন নিশ্চিত করার লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.