মালয়েশিয়াতে উচিত বিচার, খুনের দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যদন্ড রায়

ফাইল ছবি, প্রতিকিরুপে

মালয়েশিয়ায় খুনের দায়ে একজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু দন্ডের আদেশ দিয়েছে উচ্চ আদালত। গেল মঙ্গলবার ২৮শে জুলাই আরেকজন বাংলাদেশিকে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত করার পর আদালত এই রায় ঘোষণা করে। ৪০ বছর বয়সী মৃত্যু দন্ডপ্রাপ্ত ঐ খুনের আসামির নাম মোহাম্মদ জবিউল্লাহ।

মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামায় প্রকাশিত প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয় বিচারক মোহাম্মদ রাদজি আব্দুল হামিদ রায় ঘোষণা করে জানানোর আগে বিবাদিপক্ষের উকিল অভিযোগের বিরুদ্ধে যৌক্তিক ও সন্দেহজনক কোন তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেন নি। ওদিকে বাদি পক্ষ হয়ে দাঁড়ানো আইনজীবী বিভিন্ন যুক্তিতর্ক ও প্রমাণের মাধ্যমে আসামিকে দোষী সাব্যস্ত করতে সক্ষম হন।

মামলাটির বর্ননা অনুযায়ী, দুই বছর আগে ২০১৮ সালের ২৫ শে মার্চ বুকিত মারতাজামে তামান জেসার জালান মেগাত হারুন এলাকায় সকাল ১১.১৫ মিনিটে নিজ দেশের আরেক প্রবাসী রুমমেট মিন্টুকে হত্যা করে জবিউল্লাহ।

দুজনেই মালয়েশিয়ায় শ্রমিক ভিসায় অবস্থান করেছিলেন বলে জানা যায়।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.