মালয়েশিয়ার টেসকো মার্কেট থেকে বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা, দুশ্চিন্তায় শ্রমিকেরা


মালয়েশিয়ার টেসকো মার্কেটে কর্মরত বিদেশি শ্রমিকদের চুক্তি শেষ করবে কর্তৃপক্ষ এবং শ্রমিক সাপ্লাই করা এজেন্ট কোম্পানি গুলোর সাথে নতুন করে আর চুক্তি করা হবে বলে জানানো হয়েছে। মালয়েশিয়ার জনপ্রিয় এই ডিপার্টমেন্টাল মার্কেটের এক মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমকে জানায়,

 মালয়েশিয়া বাইরে থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারের নতুন নীতিমালা মেনে চলার জন্য আরও স্থানীয়দের সরাসরি নিয়োগের জন্য বিদেশি কর্মীদের চুক্তি এজেন্সি গুলোর সাথে ধীরে ধীরে হ্রাস করে চলেছি।

আমরা আশা করি ২০২০ সালের নভেম্বরের মধ্যে আমাদের স্টোর এবং ব্রাঞ্চ গুলোতে শতভাগ স্থানীয় কর্মী নিয়োগ নিশ্চিত করা যাবে। ম্যান পাওয়া সাপ্লাইকারী প্রতিষ্ঠান গুলোর সাথে আগামী মাস থেকে চুক্তি সমাপ্তি শুরু হবে এবং শ্রমিকদের সকল ফি পরিশোধের প্রক্রিয়াধীন রয়েছে।

বিদেশি শ্রমিকেরা উচ্চ সুদে লোন গ্রহন করে বা তাদের সম্পত্তি বিক্রি করার মাধ্যমে মালয়েশিয়া আসার বিকল্প নেই তারা অতি উচ্চ দেনা সম্পন্ন হয়ে মালয়েশিয়াতে এজেন্ট কোম্পানি গুলোতে নিয়োগ পায় এবং যেকারণে শ্রমিকদের উপর একটা বাড়তি চাপ থাকে এবং এজেন্সি গুলো তাদের উপর কাজ চাপিয়ে দেয়।

৬০ টি আউটলেট এবং ২ টি পন্য বিতরণ কেন্দ্রে প্রায় ৭০০০ কর্মী কাজ করছে যেখানে চুক্তিপত্র বাতিল না নবায়ন করা না হলে ১৫০০ বিদেশি কর্মী ক্ষতিগ্রস্ত হবেনা বলে জানান তিনি




No comments

Theme images by Dizzo. Powered by Blogger.