মালয়েশিয়াতে কোভিড-১৯ পরিস্থিতিতে কুরবানির ঈদ উদযাপনে কোন বাধা নেইঃ ইসমাইল সাবরি
মালয়েশিয়াতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এম'সি'ও বা লকডাউন চলাকালীন সময়ে গত ঈদুল ফিতর উদযাপনে কড়া নিরাপত্তা ও চলাচলের উপর বিধিনিষেধ।
লোকেরা এক রাজ্য থেকে অন্য রাজ্যে বেড়াতে যাওয়ার কোন সুযোগ ছিলোনা। ঈদের ছুটিতে গ্রামে নিজ বাড়িতে যাওয়ার জন্য মালয়েশিয়ার পুলিশের অনলাইন সিস্টেম হতে অনুমতি নেয়ার প্রয়োজন ছিল। কিন্তু এবারের
ঈদুল আজহা বা কুরবানির ঈদে তেমন কোন কড়া নিরাপত্তা বা বিধিনিষেধ নেই। লোকজন চাইলেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে পারবেন। মালয়েশিয়ার সিনিয়র প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, মালয়েশিয়াস্থ লোকজন ইদ উদযাপন করতে তাদের নিজ গ্রামে ফিরে যেতে পারবেন এতে কোন বাধা নেই তবে
কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেধে দেয়া স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) মেনে চলা বাধ্যতামূলক রয়েছে তা তিনি আবারও জনসাধারণকে মনে করে দিতে চান। তিনি বলেন, আপনারা গ্রামে বা শহরে আসলেও কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে এসওপি গুলো মেনে চলুন আমাদের জারি করা নিয়ম গুলো মেনে চলার মাধ্যমে নিজেদের রক্ষা করুন। নিজেদের আক্রান্ত হওয়া থেকে রক্ষা করুন।
রয়্যাল মালয়েশিয়ার পুলিশ এবং মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী, যারা বর্তমানে বেশ কয়েকটি হাইওয়েতে চেক পোস্ট বসিয়েছে তাদের এইরকম প্রস্তুতির কারণে লোকজন এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশ করতে পারবে কিনা জানতে চাইলে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ার মুসলমানগণ আসছে শুক্রবার হারি রায়া বা কুরবানির ঈদ পালন করবে।
তবে সরকার কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় কুরবানির ঈদ উদযাপনের সময় জনগণ এসওপি মানছে কিনা তা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ঈদের নামাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকার জেলা ধর্মীয় কাউন্সিল এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী ১০ জনের বেশি অংশগ্রহণে সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, কুরবানির আনুষ্ঠানিক জায়গাগুলোতে জনসাধারণের সীমাবদ্ধতা করা হয়েছে। সরকার প্রানীসম্পদ বিভাগের অধীনে লাইসেন্সধারী কসাই খানা গুলোতে কুরবানী করার বিষয়ে জনগণকে উৎসাহিত করে।
তবে প্রতিটি কুরবানির গরু জবেহ করার অনুষ্ঠানে ২০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেনা। উক্ত জায়গায় খাবারের আয়োজন না করে খাবার প্যাকেট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
No comments