মালয়েশিয়ায় গ্রেফতার ৮ বাংলাদেশিকে ঘুষ দিয়ে ছাড়াতে গিয়ে আরও দুই বাংলাদেশি আটক,রিমান্ড ১৪দিন



নয়জন অবৈধ অভিবাসীকে গ্রেফতারের পর থানা পুলিশের প্রধান কর্মকর্তাকে ১০ হাজার রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টা করায় দুইজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

মালয়েশিয়ার জোহর বাহরু সেলাতান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ পাদজালি জয়ন জানান রাত সাড়ে ১১টার দিকে থানায় ঘুষ দিতে গিয়ে ৩৫ ও ৪৩ বছর বয়সী ঐ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে থানা পুলিশের একটি ইউনিট সন্ধ্যা সাড়ে ৬টার সময় শহরের মূল কেন্দ্রের একটি কনডোমিনিয়াম ভবনে আট জন বাংলাদেশি ও একজন বার্মা নাগরিককে গ্রেফতার করা হয়। ঐ সময় গ্রেফতার করে নিয়ে যাওয়ার আগে দুজন বাংলাদেশি নাগরিক গ্রেফতারকৃতদের ছাড়িয়ে নিতে উপস্থিত পুলিশের
পরিদর্শককে নগদ ১০ হাজার রিঙ্গিত ঘুষ দেয়ার চেষ্টা করেছিলো কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়ে তৎক্ষনাৎ তাদেরকে আউট করা হয় এবং তদন্তের স্বার্থে তাদের নগদ অর্থগুলো জব্দ করা জয়েছে বলে জানায়  পাদজালি।


 তিনি আরও বলেন, সন্দেহভাজন ২ জন এবং নয়জন অবৈধ অভিবাসীকে আরও তদন্তের জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.