মালয়েশিয়াতে ফেস মাস্ক না পড়ায় ২৬ জনেকে জরিমানা, প্রবাসীরা সাবধান!



মালয়েশিয়ার জোহর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বাতু লেয়ার সমুদ্র সৈকত এলাকায় স্থানীয় পুলিশ কোভিড-১৯ এর আইন কানুন মানছে কিনা তা পর্যবেক্ষণ করতে গিয়ে অন্তত ২৬ জনকে ফেস মাস্ক না পড়ার কারণে জরিমানা করে। 

কোতা তিঙ্গি জেলা পুলিশের এসপি হুসিন জামোরা বলেন, আজ বেলা ৩টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত পুলিশের দল টাস্কফোর্স কোভিড-১৯ তদারকি কার্যক্রম পরিচালনা করে। 
উক্ত অপারেশনে জনগন কোভিড-১৯ এর বিধিনিষেধ গুলা পালন করছে কিনা তা যাচাই করা হয়।

এতে দেখা যায় অনেকেই কোভিড -১৯ মহামারীর বিস্তারকে প্রতিরোধ করতে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) এবং স্বাস্থ্য মালয়েশিয়া মালয়েশিয়ার (এমওএইচ) প্রোটোকলটি মেনে চলতে ব্যর্থ হয়েছিল। তাদের কেউ কেউ মাস্ক পরেনি, কেউ মাস্ক গলায় ঝুলিয়ে রেখেছে আবার কেউ মাস্ক হাফ পরেছিল।


তিনি এক সংবাদ বিবৃতিতে বলেছেন সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২০ অনুসারে ১০০০ রিঙ্গিত জরিমানা করার আগে আইনভঙ্গকারী সবাইকে এই অপরাধ এবং আইন সম্পর্কে অবহিত করা হয়েছিল।

তিনি বলেছিলেন, রয়্যাল মালয়েশিয়ার পুলিশ (পিডিআরএম)  একটি কঠোর সতর্কতা জারি করেছে এবং নির্ধারিত এসওপি লঙ্ঘনকারী ব্যক্তিদের সাথে বিশেষ করে পাবলিক প্লেস গুলোতে হাফ ফেস মাস্ক ব্যবহারের বিষয়ে কোনও আপস করবে না। পাবলিক প্লেস গুলাতে কেউ সঠিক নিয়মে মাস্ক না পরলেও তাকে আইন অনুযায়ী জরিমানা করা হবে।

এদিকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকেও অভিবাসী কর্মী ও বিদেশি নাগরিকদের ফেস মাস্ক বাধ্যতামূলক পরিধান করার বিষয়ে কড়াকড়ি নির্দেশ দেয়া হয়েছে। কোভিড-১৯ এর  সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশিকা সেকালের এসওপি গুলো মেনে চলতে ব্যর্থ হলে ভিসা বাতিলা করারও হুশিয়ারি দেয়া হয়েছে৷ যেসব বিদেশি নাগরিক কোয়ারেনটাইন নিয়ম কানুন পালন করতে ব্যর্থ হবেন এবং ফি প্রদান না করবে তাদের ভিসা বাতিল করা হবে বলে জানানো হয়।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.