সাবধান!! মালয়েশিয়ায় প্রবাসীদের টার্গেট করে নতুন প্রতারণার ফাঁদ, ফেঁসে যেতে পারেন আপনিও।



বাংলাদেশি প্রবাসীদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা হাতিয়ে নিতে সবসময় তৎপর থাকে কিছু চক্র ও দালাল শ্রেণির লোকজন। প্রবাসীদের ঠকিয়ে কিভাবে তারা লাভবান হবে সি চিন্তায় থাকে তারা। একের পর কৌশলে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ রিঙ্গিত। 


সম্প্রতি MRT লাইনে বাংলাদেশের কিছু মানুষ  বাটপারি শুরু করেছে। তারা একটা চক্র সক্রিয় অংশগ্রহণ করে থাকে।

তারা কয়েকজন পাশাপাশি অবস্থান করবে। সরল সোজা মানুষকে টার্গেট করবে। 


দেখে কোন ষ্টেশানে নামে সাথে সাথে তারাও নামবে। খুব মোলায়েম সুরে বলবে,ভাই আমি খুব বিপদে পড়েছি, আমার অনেক সখের নতুন কেনা মোবাইলটা বিক্রি করে দিবো। 


যতোটুকু পারেন দেন। একমাস হয়নি (আর এম) এক হাজার  দিয়ে কিনেছি। আপনি তিন শ দিলে দিয়ে দিবো। অনেকেই মনে করবে আসলেই তো এক হাজার টাকা দামের মোবাইল মাত্র তিনশ' কিনে নেই। কথাবার্তা যখন আগাতে থাকে ঠিক সেই মুহূর্তেই পাশে অবস্থানরত তারা এসে আবার দামাদামি করবে। যেভাবে হোক বিভিন্ন কৌশলে টাকা আদায় করে নিবে। অবশেষে মোবাইল তো দেবেই না, বরং পুলিশের হুমকি দিবে।


প্রতারনার জাল দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতে। এদের জন্য হাজার ও বাংলাদেশী শ্রমিকেরা বিপদের সম্মুখীন হতে হয়।


আজকে আমার সাথে ও তাদের দেখা। কুয়ালালামপুরের পাসার সেনি নামলাম তথাকথিত দুই জন এসে হাজির। আমি তো আগে শুনেছি মাত্র, আজকে দেখাই হয়ে গেল। আমরা কয়েক জন থাকলে একটু দেখতাম তাদের কৌশল গুলো।

সুতরাং সবাই সাবধান থাকবেন। এই ধরনের চক্র থেকে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.