অবৈধ অভিবাসী সাবধান! আবারো মালয়েশিয়া ইমিগ্রেশনের ভয়াবহ অভিযান শুরু



মালয়েশিয়ায় অবৈধদের বৈধতা ঘোষণার পর আবারও নড়েচড়ে বসেছে মালয়েশিয়া ইমিগ্রেশন। ভিসাহীন বা বৈধ ডকুমেন্টস ছাড়া অভিবাসীদের বৈধতার জন্য এগিয়ে আসতে চাপ সৃষ্টি করার জন্যই শুরু হয়েছে ইমিগ্রেশন অভিযান।


সাধারণত সবসময় জটিকা অভিযান থাকলেও এইবার আবারও গত রিহায়ারিং সময়কালে যেমন অভিযান পরিচালনা করা হয়েছে ঠিক তেমনই ভাবে অপারেশন পরিচালনার ছক করে মালয়েশিয়া ইমিগ্রেশন।


এক দিকে বৈধতার সুযোগ অন্যদিকে ধড়-পাকড় ও গ্রেপ্তার অভিযান মেনে নিতে পারছেনা অভিবাসীদের কেউ।


গত ২৪ শে নভেম্বর সেলাঙ্গর এর কাজাং এলাকার প্লাজা হেন্থিয়ান কাজাং এলাকায় অপারেসি চালিয়ে ১৪১ জন আনডকুমেন্টেড অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের কাজাং ইমিগ্রেশন ইউনিট।


গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক, ৫৯ জন মায়ানমার নাগরিক, ৯ জন নেপালের নাগরিক এবং বাকি ৮ জন বিভিন্ন দেশের নাগরিক।


ইমিগ্রেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল মোহাম্মদ ফৌজি মোহাম্মদ ঈসা বলেন, এই অভিযানে মোট ২৬০০ জনকে চেক করা হয়েছে, যার মধ্যে ১৯০০ জনই বিদেশি নাগরিক । গ্রেপ্তারকৃত ১৪১ জন এর বয়স ১ থেকে ৫০ বছর পর্যন্ত। তিনি বলেন এই অভিযান লাগাতার অব্যাহত থাকবে বলে হুশিয়ারি দেন।


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.