কোভিড-১৯ শেষ হলেই মালয়েশিয়ায় নির্বাচন হবে, জানালেন মহিউদ্দিন ইয়াসিন



গতকাল শনিবার মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী তানসেরি মহিউদ্দিন ইয়াসিন তার বেরাসাতু দলের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভায় এক বক্তৃতায় বলেন, আল্লাহ যদি সহায় হয় তাহলে কোভিড-১৯ শেষ হলেই দেশে সাধারণ নির্বাচনের আয়োজন করা হবে।


তিনি আরো বলেন, দেশের জনগণ কোন সরকার চায় তার অধিকার জনগণকে ফিরিয়ে দেব যাতে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের সরকার বেছে নিতে পারেন।


এর আগে গত বৃহস্পতিবার মালিয়েশিয়ার পার্লামেন্টে নতুন বাজেট পাশ করা হয়েছে। বাজেট নিয়ে সপ্তাহব্যাপী দেশটির বিরোধী দল ও ক্ষমতাসীন জোটের কয়েকটি দল বিরোধিতা করে আসছিল। বাজেট পাশ হওয়ার পর আবারো দেশটিতে নতুন করে সঙ্কট তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।


মহিউদ্দিনের আট মাস আগে সংসদে মাত্র দুই আসনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসেন। তবে বিরোধী জোট আনোয়ার ইব্রাহিমের দল সংসদে সংখ্যা গরিষ্ঠতা দাবি করে আসছে।

সূত্র : আল জাজিরা


No comments

Theme images by Dizzo. Powered by Blogger.