গতকাল পেনাং রাজ্যের একটি কন্সট্রাকশন প্রজেক্টে ধড়-পাকড় অভিযানে ৯ জন অবৈধ আটক।

পেনাংয়ে কন্সট্রাকশন প্রজেক্টে ইমিগ্রেশন অভিযান 


গতকাল ১৯ ফেব্রুয়ারী মালয়েশিয়ার পেনাং রাজ্য ইমিগ্রেশন বিভাগ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে পেনাং এর বুকিতা মেরতাজাম এলাকার পারদা সিটি মল নামক একটি কন্সট্রাকশন প্রজেক্টে একটি যৌথ অভিযান পরিচালনা করেছে। পুরো মালয়েশিয়া জুড়েই অব্যাহত রয়েছে ইমিগ্রেশন বিভাগ এর চিরুনি অভিযান। বাদ যাচ্ছেনা বৈধ অবৈধ কেউই। যাদের ভিসা আছে কিন্তু

অন্য কোম্পানিতে কাজ করে তাদের কিরজা সালা হিসেবে আটক করা হচ্ছে। অন্যান্য রাজ্যের ইমিগ্রেশন এর চেয়ে ইমিগ্রেশন পেনাং রাজ্য ইমিগ্রেশন রয়েছে সবচেয়ে কঠোর অবস্থানে। পেনাং এর ঐ অভিযানে ৫৭ জনকে চেক করা হয় পরে বিভিন্নভাবে যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৩ জন বাংলাদেশী, ১ জন মায়ানমারের নাগরিক এবং ৫ জন ইন্দোশিয়ানকে গ্রেফতার করা হয়৷

তাদের সবাইকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের 1959/63 এর ধারা 6 (1) (গ)
ইমিগ্রেশন আইনের 1959/63 এর ধারা 15 (1) (গ)
ইমিগ্রেশন রেগুলেশন 1963 এর 9 (3) এবং প্রবিধান 11 (7) (ক) অনুযায়ী গ্রেফতার করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যের জন্য তাদের সবাইকে ১৪ দিনের জন্য ডিটেনশন ক্যাম্পে প্রেরন করা হয়েছে।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.