বাতু কেভঃ পুরো মালয়েশিয়ার বিদেশিদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাবে ইমিগ্রেশন



বাতু কেভসের ঘটনাকে কেন্দ্র করে পুরো মালয়েশিয়াতে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিভিন্ন ধরনের সমালোচনা।  অবৈধভাবে ব্যবসা করার বিরুদ্ধে ইমিগ্রেশন অভিযান দিতে গেলে ইমিগ্রেশন সদস্যদের ঘিরে ফেলে একদল স্থানীয় নাগরিক।  আর কিন্তু ইমিগ্রেশন সদস্যদের সাথে ধাক্কাধাক্কি ও বাকবিতন্ডা হওয়ার পর কর্মকর্তার নির্দেশ মোতাবেক  কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই তারা পিছু হটে যায়। যা ছিল প্রশংসনীয়। কিন্তু ইমিগ্রেশন

 মহাপরিচালক দাতু খাইরুল জাইমি বিন দাউদ বিষয়টিকে খুবই গুরুত্বের সহিত দেখেছেন, পুলিশ রিপোর্ট করেছেন পরবর্তী আইনিপদক্ষেপ নেওয়ার জন্য। পুরো বিষয়টি অনেকটা হাতির সাথে পিপড়ার লড়াইয়ের মত। ইমিগ্রেশন সদস্য তথা গোটা ইমিগ্রেশন অপমানিত হয়েছে পুরো দেশের নাগরিকদের কাছে। তাই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন নিজেই। গতকাল এক প্রেস ব্রিফিংয়ে তিনি জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেন, সেই মোতাবেক পুলিশ গতকাল ৩ জনকে গ্রেফতার করেছে।  আজ আরও একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিদেশি নাগরিক যারা দেশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ইমিগ্রেশন অভিযানকে বাধাদানকারী কেউ রেহাই

পাবেনা বলেও কড়া হুশিয়ারি দিয়েছেন তিনি। বিদেশি নাগরিকদের কোন ধরনের অবৈধ কাজ কর্ম, অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা, ভিজিট ভিসায় অবস্থান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার বিষয়ে ইমিগ্রেশন ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কড়া নজরদারি বাড়ানোর বিষয়ে সকল পদক্ষেপ নেয়া হবে পাশাপাশি সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হবে। যাচাই করা হবে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার ধরন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.