কাতার থেকে আসা ১ প্রবাসীকে ১৪ দিনের জন্য নিজ গৃহে কোয়ারেন্টাইন দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

করোনা ভাইরাসের সংক্রমণের সন্দেহে "হোম কোয়ারেন্টাইনে" রেখেছে কাতার থেকে আসা নোয়াখালীর এক প্রবাসীকে।

জানা যায় ঐ যুবককে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রেখেছে

স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি কাতার থেকে গত ৮ মার্চ চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণ করে তারপর নিজ বাড়িতে আসেন। জানা যায়, কাতারে তিনি ১৫ দিন জ্বর কাশিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অবস্থান করেছিলেন। দেশে ফিরে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলেছেন।

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.