মালয়েশিয়াতে গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা একটু বেড়ে গেছে, তবে আজও ৯৫ জন সুস্থ, বিস্তারিত।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য মহাপরিচালক দাতু নুর হিশাম আব্দুল্লাহ যথেষ্ট চেষ্টা আর সর্বোচ্চ পরিশ্রম করে করোনা ভাইরাস নামক যুদ্ধ জয় করতে। প্রতিদিন একের পর এক আপডেট নিয়ে হাজির হচ্ছেন সবার সামনে জানাচ্ছেন নির্ভরযোগ্য সকল তথ্য। কেমেনতেরিয়ান

 কেসিহাতান মালয়েশিয়ার মহাপরিচালক হিসেবে সর্বোচ্চ চ্যালেঞ্জ হাতে নিয়েছেন তিনি। বলা চলে অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়ার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

অন্যান্য দিনের মত আজও (১৯ই এপ্রিল) যথাসময়ে সরাসরি সংবাদ সম্মেলনে নিয়ে এসেছেন আজকের আপডেট। নুর হিশামের তথ্য অনুযায়ী আজ নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন যার ফলে মালয়েশিয়াতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮৯ জনে পৌঁছেছে। তবে সবচেয়ে আশার খবর হচ্ছে আজও মালয়েশিয়াতে ৯৫ জন সুস্থ হয়েছেন যার ফলে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩১৯৭ জনে এসেছে। তবে বর্তমানে ২১০৩ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনায় আক্রান্ত রোগী ৪৬ জনকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণ ইউনিট বা আই'সি'ইউ তে রাখা হয়েছে এবং ২৬ জনের শ্বাসপ্রশ্বাস জনিত সমস্যার কারণে তাদেরকের শ্বাস প্রশ্বাসের সকল গুরুত্বপূর্ণ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আশা করা হচ্ছে গুরুতর অবস্থা তারা খুব শীঘ্রই কাটিয়ে উঠবেন।

এদিকে মালয়েশিয়াতে গত ২ সপ্তাহ সপ্তাহ ধরে মৃত্যুর হার কমে গেছে, আজ ১ জন মৃত্যুবরন করার ফলে মোট মৃতের সংখ্যা ৮৯ জনে পৌঁছেছে। মালয়েশিয়াতে অভূতপূর্ব চিকিৎসা সেবার ফলে সুস্থ রোগীর সংখ্যা বাড়ছে দিনের পর দিন, সঠিক চিকিৎসা সেবার ফলে কমে মৃত্যুর হার।  বর্তমানে আক্রান্ত রোগীর হার ও চোখে পড়ার মত কমেছে। সব কিছু মিলিয়ে ভালো একটা পর্যায়ে যাচ্ছে মালয়েশিয়া।

আরও পড়তে পারেন
👇
   মালয়েশিয়াতে লকডাউন লংঘন করায় ৬ জন রোহিঙ্গা গ্রেফতার, পুলিশের সাথে ধাক্কাধাক্কি।
 👇
কন্সট্রাকশন সেক্টর পুনরায় চালু, তবে শ্রমিকদের বাধ্যতামূলক করোনা টেস্ট করা হবে। বিস্তারিত 

মালয়েশিয়ার উপমন্ত্রীর লকডাউন আইন লঙ্ঘনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, ফেসবুকে ভাইরাল। বিস্তারিত 

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.