অবশেষে মালয়েশিয়ার ইমিগ্রেশনের বিরুদ্ধে সাক্ষাৎকার দেয়া সেই বাংলাদেশি গ্রেফতার
আল জাজীরার প্রতিবেদনে মালয়েশিয়ার বিরুদ্ধে সাক্ষাৎকার প্রদানকারী সেই বাংলাদেশী প্রবাসী রায়হান কবিরকে মালয়েশিয়া ইমিগ্রেশন আজ অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারের বিষয়টি সম্পর্কে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতু খায়রুল জাইমি বিন দাউদের সাথে হারিয়ান মেট্রো থেকে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান২৫ বছর বয়সী ঐ বাংলাদেশি যুবককে ইমিগ্রেশনের গোয়েন্দা টিম এর সদস্যগণ আজ বিকেলে গ্রেফতার করেছে।
হারিয়ান মেট্রো বুঝতে পেরেছে যে মোঃ রায়হান জেআইএম সদর দফতরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সদস্যদের একটি দল গোয়েন্দার ফলাফল হিসাবে কুয়ালালামপুরের জালান পাহাঙে একটি কনডমিনিয়ামে লুকিয়ে থাকার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।
মালয়েশিয়ার অন্যতম গণমাধ্যম হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়েছে যে, মালয়েশিয়া ইমিগ্রেশনের সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ও সদস্যদের বিশেষ নজরদারিতে কুয়ালালামপুরের জালান পাহাংয়ের একটি কনডোমিনিয়ামে লুকিয়ে থাকার খবর পাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।
এর আগে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ইমিগ্রেশন বিধান ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্তে সহায়তা করার জন্য রায়হান কবির নামের বাংলাদেশীকে গ্রেফতারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলো।
উল্লেখ্য যে, গত ৩ জুলাই আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা মালয়েশিয়া লকডাউন লকড আপ শিরোনামে প্রতিবেদনে রায়হান কবির তার সাক্ষাৎকারে মালয়েশিয়া এবং ইমিগ্রেশনের বিরুদ্ধে অভিবাসীদের উপর বিভিন্ন অনিয়ম ও কোভিড-১৯ পরিস্থিতিতে অভিবাসীদের সাথে বৈষম্য মূলক আচরণ করা হয়েছে বলে জানান।
ঐ রিপোর্টের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার সরকার তাকে গ্রেফতার ও আল জাজিরার বিরুদ্ধে যোগাযোগ ও মাল্টিমিডিয়া আইনের অধীনে মামলা দায়ের করে।
No comments