মালয়েশিয়ার পুলিশ জনগণের উদ্দেশ্যেঃ আপনার জন্য আমি দায়িত্বে আছি,আমার জন্য আপনি ঘরে থাকুন

বিভিন্ন ভাইরাল ফেসবুক পোস্টে, মালয়েশিয়ার বাড়িতে থাকার আহ্বান জানানোর জন্য কর্মকর্তারা
মালয়েশিয়ার পুলিশের জনগণের উদ্দেশ্যে বার্তা সম্বলিত ছবি ভাইরাল

মালয়েশিয়ার লকডাউন ঘোষণার পর থেকে দেশের বাসিন্দাদের একের পর এক ফেসবুক পোস্ট দিয়ে সতর্ক করে যাচ্ছে দেশটির পুলিশ বিভাগের বিভিন্ন ইউনিট। জনগণের প্রতি বার্তা সম্বলিত একটি ছবিতে দেখানো হছে যে আমি আপনার জন্য দায়িত্বে আছি, আপনি আমার জন্য ঘরে থাকুন। এটা ইংরেজি এবং মালেয় ভাষায় পৃথকভাবে সামাজিক যোগাযোগ

মাধ্যমগুলোতে এসব ছবি লক্ষ্য করা গেছে।
শুধু পুলিশ নয় মালয়েশিয়ার সরকারি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী,  সেচ্ছাসেবী ডাক্তার, নার্স এসব ছবি সম্বলিত বার্তা জনগণের উদ্দেশ্যে প্রচার করে যাচ্ছেন। দেশের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় লকডাউন কর্মসূচির অংশ হিসেবে যে যার অবস্থানে থেকে দেশ রক্ষার কাজে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে স্বাস্থ্য

মহাপরিচালক দাতুক ডাঃ নূর হিশাম আব্দুল্লাহ গতকাল মালয়েশিয়ানদের সতর্ক করে দিয়ে বলেন যে, সরকার ঘোষিত আইন মেনে চলতে হবে, যেন ৩য় বারের মত এই ভাইরাস দেশে হানা না দিতে পারে। সবাইকে সতর্ক হয়ে ধৈর্য ধারন করার তাগিদ দিয়ে বলেন এই পরিস্থিতিতে যেন একে অপরের মাধ্যমে ভাইরাস না ছড়াতে পারে আর এটা যদি আবার ৩ তরঙ্গের আক্রমণ বেড়ে যায় তাহলে পরিস্থিতি বেসামাল অবস্থায় চলে যাবে। জনগণের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন👇

মালয়েশিয়ায় সকল কিছু বন্ধের মেয়াদ আরও বাড়াতে বাধ্য হবে সরকার যদি আগামী ২ সপ্তাহে সফল না হয়ঃ প্রধানমন্ত্রী তান সেরি মুহিউদ্দিন ইয়াসিন
👇
সরকারি আদেশ মেনে চলতে যেসব কড়াকড়ি হুশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন

No comments

Theme images by Dizzo. Powered by Blogger.